আমাদের আজকের আর্টিকেলে, আমরা ইদুল ফিতর এর তাৎপর্য, আসন্ন ২০২৪ সালের ইদুল ফিতরের সম্ভাব্য সময় সম্পর্কে জেনে নিবো। সেই সাথে পেয়ে যাবো পরিবার ও প্রিয়জনকে ইদের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন উৎস থেকে বাছাই করে সংগ্রহকৃত সেরা বেশকিছু বাংলা ও ইংরেজি বার্তা বা এসএমএস, ঈদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস এবং সুন্দর সুন্দর ছন্দ।
ঈদুল ফিতরের তাৎপর্য
মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে “ইদুল ফিতর” একটি। ইদুল ফিতর শব্দটি ‘ঈদ’ এবং ‘ফিতর’ এই শব্দ দুটি দ্বারা গঠিত। ‘ইদ’ শব্দের অর্থ উৎসব বা আনন্দ এবং ‘ফিতর’ শব্দের অর্থ উপবাস ভঙ্গ করা, স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া। পবিত্র রমজানে দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের এক তারিখে মুসলিমরা খুব আনন্দের সাথে তাদের প্রধান ধর্মোৎসব ইদুল ফিতর পালন করে থাকে।
ঈদুল ফিতরের নামাজ পড়ার সেরা নিয়ম: ঈদুল ফিতর ২০২৪ | ঈদুল ফিতরের নামাজ পড়ার সেরা নিয়ম
ইদুল ফিতরের খুবই গভীর ও বহুমুখী তাৎপর্য রয়েছে। এদিনে ধর্মপ্রাণ মুসলিমগন ধনী, গরিব, উঁচু নিচু নির্বিশেষে আল্লাহর সন্তষ্টির উদ্দেশ্যে একসাথে মিলে আনন্দোৎসব পালন করে থাকে। একসাথে ইদগাহে সালাত আদায়, আত্মীয়-স্বজন, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়, যাকাত আদায়, খাদ্য বিতরন, উপহার বিনিময়ের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সাথে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। সেই সাথে দীর্ঘ একমাস সিয়াম সাধনার ফলে আত্মশূদ্ধি এবং মহান আল্লাহর অনুগ্রহ হাসিল হয়ে থাকে।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়ার তালিকা 2024: {Update Info} বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়ার তালিকা 2024
ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪
এখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ এর বাংলা, ইংরেজি তে ছন্দ, স্ট্যাটাস, ঈদের সুন্দর সুন্দর মেসেজ ইত্যাদি তুলে ধরা হলো।
ঈদের শুভেচ্ছা বার্তা (এসএমএস)
ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ এবং এসএমএস নিচে দেখুন।
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট কাটার সহজ নিয়ম 2024: (Secret Tricks) ঈদে ট্রেনের অগ্রিম টিকিট কাটার সহজ নিয়ম 2024
এ অংশে আমার সংগ্রহ করা বাছাইকৃত কিছু ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ এর মধ্যে সেরা ঈদ এসএমএস উপস্থাপন করবো যা খুব সহজে কপি করে পরিবারের প্রিয়জনকে ঈদ শুভেচ্ছা জানাতে পারবেন। তো চলুন দেখে নেই এমনই সেরা কিছু ঈদ এসএমএস।
ঈদের এসএমএস ১;
ঈদের হাওয়া লাগুক প্রাণে, মন ভরে যাক নতুন গানে !! ঘুম ঘুম চোখে স্বপ্নীল চাওয়া ঈদে হোক সব কিছু পাওয়া । ঈদ মোবারক ।
নতুন নিয়মে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম ২০২৪ঃ নতুন নিয়মে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম ২০২৪
ঈদের এসএমএস ২;
শুভ রাত, শুভ দিন রাত পেরোলেই ঈদের দিন।
দাওয়াত দিলাম অগ্রিম, আসবে কিন্তু ঈদের দিন।
!! ঈদ মোবারক!!
ঈদের এসএমএস ৩;
পড়ে লাল শাড়ি , হাতে দিয়ে চুড়ি..
ঘুরবে যখন রিক্সায়, পাশে কিন্তুু নিও আমায়..!!
!! ঈদ মোবারক!!
ঈদের এসএমএস ৪;
বন্ধু তুমি অনেক দূরে,
তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
ঈদের এসএমএস ৫;
মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখীর খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন। (ঈদ মোবারক)
ঈদেরএসএমএস ৬;
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাঁদায়, আর আমার এই সময় তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়। “ঈদ মোবারাক“।
ঈদের এসএমএস ৭;
শুভ রজনী, শুভ দিন, রাত পোহালেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইলো ঈদের দিন। “ঈদ মোবারাক“!
ঈদের এসএমএস ৮;
ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে! রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এলো রে!
নতুন জামা পড়বে, হাসি খুশি থাকবে, ঈদ চলে এলো সবার দুয়ারে। শুভেচ্ছা রইলো সবাইকে। ঈদ মোবারক ।
ঈদের এসএমএস ৯;
আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারাক।
ঈদের এসএমএস ১০;
দিন গেল বেশ,, ঈদ হলো শেষ।
ঈদ চলে গেল,,, গোস্ত রান্না হল…
এড্রেস দাও তাড়াতাড়ি,,, কালকে যাব তোমার বাড়ি…
(ঈদ মোবারক)
ঈদুল ফিতর শুভেচ্ছা বার্তা ২০২৪ (ইংরেজি এসএমএস)
নিম্নে ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ যেখানে আপনি ইংরেজি এসএমএস পাবেন।
এ অংশে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য কিছু ইংরেজি এসএমএস সংযোজন করলাম। এখান থেকে যেটি ভালো লেগে সেটি কপি করেই চটজলদি পাঠিয়ে দিতে পারেন প্রিয়জনকে!
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ১;
Cheers on Eid! May you have all the fun and joy on this day. This will truly draw a lot of smiles on your faces.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ২;
A Message Of Sympathy And Harmony. Don’t Forget The Poor On This Eid. Let Us Be A Helping Hand For Them. May God give you the happiness of heaven above. Happy Eid Mubarak To You All.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ৩;
May Allah accept all of our sacrifices and shower us with his blessings. Enjoy your Eid and convey my regards to your family! Eid Mubarak.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ৪;
It’s a Special Time When Family And Friends Get Together, Wishing Laughter And Fun TO Cheer Your Days, In This Festive Season Of EID And Always! EID MUBARAK.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ৫;
May Allah send his Love like Sunshine in his warm and gentle ways to fill every corner of your Heart and fill your Life with a lot of Happiness like this EID DAY. EID MUBARAK.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ৬;
May this… Eid brings Fun, Eid brings Happiness, Eid brings God Endless Blessings,Eid brings fresh love…EID MUBARAK to You with all best wishes.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ৭;
After a few days EID UL (Fitr) will come, I’m the 1st 1 to wish you EID Mubarak And Also send a love as your EID Gift.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ৮;
Wishing A Very Happy Eid Mubarak, To You And All The Muslim Brothers, Around The World, Both Here And In Far Flung Places. The Peace And Grace Of Allah Rest, Upon Your Shoulders And, Bring You A Contented And Very Happy Eid.
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ৯;
A Little Act Of, Kindness Can Fill A Heart with Joy! ‘Eid Mubarak’
ঈদুল ফিতরের ইংরেজি এসএমএস ১০;
May the Blessing of ALLAH Fill your life with happiness and open all doors of success now and always. EID MUBARAK
ঈদুল ফিতরের ফেসবুক স্ট্যাটাস ২০২৪
আপনাদের জন্য ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ এবং ঈদুল ফিতরের ফেসবুক স্ট্যাটাস ২০২৪ নিচে পেশ করা হলো।
এ অংশে বাছাইকৃত কিছু সেরা ঈদ ফেসবুক স্ট্যাটাস সংযোজন করা হলো।
ঈদুল ফিতরের ফেসবুক স্ট্যাটাস ১;
ঈদ🌙 আপনার ও পরিবারের জন্য বয়ে আনুক অনিঃশেষ আনন্দ ও প্রশান্তি। ঈদ মোবারক।
ঈদুল ফিতরের ফেসবুক স্ট্যাটাস ২;
নতুন আলো নতুন ভোর,,,, আসলো আনন্দের প্রহর। পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই ঈদের প্রীতি। ঈদের শুভেচ্ছা।
ঈদুল ফিতরের ফেসবুক স্ট্যাটাস ৩;
পৃথিবী জুড়ে চলছে ইদের উৎসব ইদ মানে আনন্দ। ইদ মানে খুশি। ইদ মানে হাজার কষ্টের মাঝেও,,,,,,,,, একটুখানি হাসি। আমার ফেসবুকের সকল বন্ধুদের জানাই ইদ মোবারক।
ঈদুল ফিতরের ফেসবুক স্ট্যাটাস ৪;
ঈদ মোবারক। ☪ঈদের অনাবিল আনন্দে ভরে উঠুক সবার জীবন। সকলকে জানাই ইদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!
ঈদুল ফিতরের ফেসবুক স্ট্যাটাস ৫;
বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক!
ছন্দে ছন্দে ঈদুল ফিতরের
শুভেচ্ছা ২০২৪
আপনি এখানে ছন্দে ছন্দে ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ পাবেন।
এ অংশে কিছু সুন্দর সুন্দর ছন্দ জেনে নিবো যা এসএমএস, চিঠি ও ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।
ঈদুল ফিতরের ছন্দ ১;
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
“ ঈদ মোবারক “
ঈদুল ফিতরের ছন্দ ২;
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারাক।
ঈদুল ফিতরের ছন্দ ৩;
কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
ঈদুল ফিতরের ছন্দ ৪;
রঙ লেগেছে মনে। মধুর এই ক্ষনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
“ঈদ মোবারাক’’।
ঈদুল ফিতরের ছন্দ ৫;
দুরের মানুষ আসুক কাছে, কাছের জনও থাকুক পাশে, মন ছুটে যাক মনের টানে, নয়া চাঁদের আগমনে, ঈদ কাটুক খুশিতে। “ঈদ মুবারক”
২০২৪ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য সময়
সবার আগে ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ দেওয়ার পূর্বে ২০২৪ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য সময় জেনে নেওয়া জরুরি।
২০২৪ সালের পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি (Emirates Astronomical society).
আমিরাত এস্ট্রোনমি সোসাইটি এবং ২০২৪ সালের ক্যালেন্ডারের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ১০ই এপ্রিল কিংবা ১১ই এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। তবে যেহেতু ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর পুরোপুরি নির্ভরশীল সেহেতু ৯ এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
আমাদের শেষ কথা
আসি আসি করে মুসলমানদের দোরগোড়ায় পবিত্র “ইদুল ফিতর“ আবারো চলে এলো। ধর্মপ্রাণ মুসলমানদের অতিপ্রিয় এই আনন্দোৎসব কাটুক খুশি ও আনন্দে এই অভিপ্রায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আজকের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ২০২৪ এর আর্টিকেলটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো! সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ!