টুপির উপর চাহিদা প্রায় সবারই থেকে থাকে। নতুন সব টুপির ডিজাইন, টুপির কালেকশন, নামাজের টুপি ইত্যাদি সম্পর্কে এই আর্টিকেলে লেখা হবে।
আপনি যদি নিত্য নতুন সব টুপি সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আর্টিকেলে।
নামাজের টুপি
নামাজের টুপি এটি একটি সুন্নতি পোশাক। ইসলামে টুপি পরা একটি বিশেষ অংশ। টুপি পড়ার অর্থ হচ্ছে মাথাকে ঢেকে রাখা। ইসলামে মহিলা এবং পুরুষ উভয়ের মাথা ঢেকে রাখার জন্য বলা হয়েছে। তবে যদিও বা মহিলারা টুপি পড়ে না। মহিলাদের জন্য হিজাব, ওড়না ইত্যাদি দিয়ে মাথা ঢেকে রাখার আদেশ রয়েছে। এবং পুরুষদের জন্য টুপি ব্যবহার করে মাথা ঢেকে রাখা একটি সুন্নত।
আরো পড়ুনঃ স্টাইলিশ ফেসবুক আইডির নাম বাংলা ও ইংরেজি
নামাজে বিভিন্ন রকমের টুপি ব্যবহার করে থাকেন। অনেক রকম নামাজী টুপি পাওয়া যায়। তন্মধ্যে পাঁচকল্লি টুপি সবথেকে বেশি পরিচিত। পাগড়ি পরিধানের সময়ও পাগড়ির নিচে টুপি পরিধান করে থাকেন। তবে কপাল খোলা রাখা হয়। কারণ কপাল দিয়ে আল্লাহ তায়ালাকে সেজদা করা হয়। বলা হয়ে থাকে, ঘুম এবং গোসল ব্যতীত সব সময় টুপি পরিধান করা সুন্নত।
স্টাইলিশ টুপি
তবে বর্তমান সময়ে ১০০ এরও বেশি টুপি রয়েছে। টুপিকে হ্যাট বলা হয়ে থাকে। তৎকালীন সময়ে নামাজী টুপির পাশাপাশি আরমিরা টুপি পরিধান করে থাকতো। কিন্তু এখন সেটা সচরাচর ব্যবহারযোগ্য হয়েছে। টুপির যেসব প্রকারভেদ রয়েছে তা নিচে একটি তালিকা দেওয়া হল:-
- বেসবল ক্যাপ
- স্ন্যাপব্যাগ
- ড্যাড হ্যাট
- ট্রাকার হ্যাট
- বেনিজ
- টপ হ্যাট
- ফেডরাস
- ট্রাইবি হ্যাট
- পর্ক পাইস
- হমবার্গ
- বেরেটস
- ক্লোশ হ্যাট
- ফ্ল্যাট ক্যাপ
- বোলার বা ডারবাই হ্যাট
- কাউবয় হ্যাট
- ব্রেটন হ্যাট
- আর্মি হ্যাট
- পিলবক্সেস
- বোটার হ্যাট
- পানামা হ্যাট
- সান হ্যাটস বা ফ্লপি হ্যাট
- বাকেট হ্যাট
- শেফ হ্যাট
- সেইলর হ্যাট
- সান্টা হ্যাট
- উইচ হ্যাট
- পার্টি হ্যাট
- গ্র্যাজুয়েশন হ্যাট
শীতের টুপির দাম
শীতের সময় হরেক রকমের টুপি বাজারে নিয়ে আসা হয়। একেক রকম টুপির ভিন্নরকম দাম হয়ে থাকে। মোটামুটি মানে টুপি আড়াইশো থেকে সাড়ে চারশ টাকার মধ্যে পাওয়া যায়। বর্তমান সময়ের ট্রেন্ডিং টুপির মধ্যে একটি হচ্ছে উইন্টার মাফলার উইথ ইয়ার। এই টুপি ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যেই পাওয়া যায়। ছেলে মেয়ে উভয়ই এই টুপি ব্যবহার করতে পারবে। তবে মেয়েদের এই টুপিকে বলা হয় ইউনিসেক্স ক্যাপ উইথ ইয়ার। ছোট বড় সব সাইজি অ্যাভেলেবেল আছে। তাছাড়াও অনেক প্রকারের কালার রয়েছে। আপনি আপনার ইচ্ছামত এই টুপি নিতে পারবেন।
বাচ্চাদের শীতের টুপি
বাচ্চাদের জন্য হরেক রকমের টুপি রয়েছে। হালকা শীতেই বাচ্চাদের ঠান্ডা জনিত সমস্যা হয়ে থাকে। যার জন্য টুপির অনেক প্রয়োজন। বাচ্চাদের বিভিন্ন রকমের টুপি বাজারে পাওয়া যায়। তাছাড়াও নামাজী টুপি টুপিও রয়েছে ছোট বাচ্চাদের জন্য। সাদা, কালো, নীল, হলুদ, লাল, সবুজ, খয়রি, , ছাই ইত্যাদি রকমের কালার করা টুপি রয়েছে ছোট বাচ্চাদের জন্য। বাচ্চাদের শীতের টুপিরো অনেক কালেকশন রয়েছে। যেমন, স্টাইলিশ উইন্টার টুপি। বর্তমান সময়ে এটি অনেক আলোচিত টুপি।
বরের টুপি
বিয়ের সময় খুব বিশেষভাবে দরকারই একটি জিনিস হল বরের টুপি। বরের টুপি ছাড়া যেন কোনভাবেই শোভা পায় না। অনেক রকমের বরের টুপি পাওয়া যায়। হাতের কাজ করা টুপি, এক কালার টুপি ইত্যাদি। তবে কোয়ালিটি অনুযায়ী বরের টুপির দাম নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণত ৫৫০ থেকে ২২৫০ পর্যন্ত বরের টুপির দাম হয়ে থাকে। বিশেষ করে সুতি কাপড়ের বরের টুপি অনেক উন্নত মানের হয়ে থাকে। সুতি কাপড়ের সাথে হাতের কাজ করা ডিজাইন। তাই যদি বলে টুপি কেউ নিতে চায় তাহলে সুতি কাপড় দেখে অবশ্যই ক্রয় করবে।
টুপি কালেকশন
হাজারো রকমের টুপির কালেকশন রয়েছে। হয়তোবা বলে কখনো শেষ করা যাবেনা। তাই নিচে নামাজী টুপি এবং স্টাইলিশ টুপির কিছু ছবি দেওয়া হল।
শেষ কথা
আশা করছি টুপির কালেকশন এবং নামাজি টুপি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বিশেষ করে ঈদের আগে নামাজি টুপির চাহিদা অনেক বেড়ে যায়। তাই এ সময় আরো নতুন নতুন হাজারো রকমের কালেকশন পাওয়া যায়। আপনি যে রকম নিতে চাবেন ঠিক সেইরকম টাই পাবেন। তবে অবশ্যই নেওয়ার আগে ভালোভাবে দেখে শুনে তারপর কিনবেন।
তাছাড়া শীতের সময় বিভিন্ন স্টাইলিশ টুপি পাওয়া যায়। ছোট বাচ্চার থেকে শুরু করে মেয়েদের টুপিও রয়েছে। টুপির উপর চাহিদা সবারই থেকে থাকে। তাই অবশ্যই দেখে শুনে আপনার পছন্দনীয় টুপিটাই ক্রয় করবেন।
পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন। আজকের মত এতটুকুই। দেখা হবে পরের কোন আর্টিকেলে।
আরও পড়ুনঃ মেয়ের জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা স্ট্যাটাস